ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
২য় দফায় রাজবাড়ী জেলার ১৬জন সাংবাদিকের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ
  • সোহেল মিয়া
  • ২০২২-০৩-১৬ ১৫:৪১:৩৫

করোনাকালীন পরিস্থিতিতে দ্বিতীয় দফায় গতকাল ১৬ই মার্চ দুপুরে রাজবাড়ী জেলার আরো ১৬ জন সাংবাদিকের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
  রাজবাড়ী জেলা প্রশাসন ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং রাজবাড়ী প্রেসক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানে কালেক্টরেটের জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, সাংবাদিক আবু মুসা বিশ্বাস ও আহসান হাবিব টুটুল বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন। 
  অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খান ও তাদের হাতে এই চেক (১০ হাজার টাকা করে) তুলে দেন। 
  আর্থিক সহায়তার চেক প্রাপ্ত সাংবাদিকরা হলেন-দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আহসান হাবিব টুটুল, সময় টেলিভিশনের প্রতিনিধি করিম ইসহাক, দৈনিক ভোরের দর্পণের আবু মুসা বিশ্বাস, দেশ টিভির প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, বাংলা টিভির প্রতিনিধি শিহাবুর রহমান, বিজয় টিভি’র প্রতিনিধি শেখ আলী আল মামুন, চ্যানেল ২৪ টিভির প্রতিনিধি সুমন কুমার বিশ্বাস, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি শামীম রেজা, দৈনিক মাতৃকণ্ঠের আসহাবুল ইয়ামিন রয়েন, জিটিভির প্রতিনিধি আশিকুর রহমান, অনলাইন পোর্টাল বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি সোহেল মিয়া, ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ, নিউজ ২৪ টিভি’র প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শামীম, দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক খবরপত্রের প্রতিনিধি স্বপন কুমার বিশ্বাস ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নজরুল ইসলাম। 
  চেক বিতরণকালে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজকের এই আর্থিক সহায়তা প্রমাণ করে বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার। করোনাকালীন সময়ে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাদের কাজের স্বীকৃতিস্বরূপ তাদের সম্মানার্থে এই আর্থিক সহায়তার চেক প্রদান করছেন। 
  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। তিনি সবসময় ভালো কাজের স্বীকৃতি প্রদান করে থাকেন। আমাদের সাংবাদিক ভাইয়েরা করোনাকালে যেভাবে সরকারকে সহযোগিতা করেছেন তার যোগ্য মূল্যায়ন করছেন প্রধানমন্ত্রী।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ