সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশের কনস্যুলেটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ১৭ই মার্চ সকালে কনস্যুলেট ভবনে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতির প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব(লেবার) ফকির মনোয়ারা হোসেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রশত সচিব কাজী ফয়সাল। বাণী পাঠ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কনসাল জেনারেল বি.এম জামাল হোসেনের সভাপতিত্বে এবং দূতাবাসের কর্মকর্তা প্রবাস লামারং-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আ.ক.ম বাহাউদ্দিন এমপি, অন্যান্যের মধ্যে ডেপুটি কনসাল জেনারেল সাহেদুল ইসলামসহ প্রবাসী কমিউনিটি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে কেক কাটা ও বিশেষ মোনাজাতাদের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।