ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৩-১৭ ১৪:৫৭:৪৩

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই মার্চ বিকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

  প্রথমে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধনের পর আলোচনা সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়া বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ। সভা সঞ্চালনা করেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চায়না রাণী সাহা। 
  এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিপুল শিকদার, সহকারী কমিশনার শিবরাজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) শাহনেওয়াজ রাজু বিপিএম-সেবা, পিপিএম, বিশেষ শাখার(ডিএসবি) ডিআইও-১ মোঃ সাইদুল ইসলাম, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি। আমাদেরকে বঙ্গবন্ধুকে জানতে হবে, তার দর্শনকে জানতে হবে। বঙ্গবন্ধুর জীবনী না পড়লে বাংলাদেশের ইতিহাস জানা যাবে না, বাঙালী জাতির দর্শন জানা যাবে না। বঙ্গবন্ধু নিজের জন্মদিন পালন করতেন না। তিনি ১৭ই মার্চ কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে শিশুদের সাথে সময় কাটাতেন। সে জন্য পরবর্তীকালে আমরা ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালন করি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে দেশপ্রেমিক হতে হবে। জাতির পিতার সংগ্রামী জীবনের ইতিহাস বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাস। ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন এবং ৭১’র মুক্তিযুদ্ধ-প্রতিটিই বঙ্গবন্ধু নেতৃত্বে হয়েছে। ৭১’র ৭ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার ডাকে বাঙালীরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি। 
  আলোচনা সভার শেষে জেলা প্রশাসক আবু কায়সার খান অতিথিদের নিয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার স্টলগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অনুষ্ঠান মঞ্চে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও বর্ণিল আতশবাজী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ