ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
রাজবাড়ী সদরের কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
  • মাহ্ফুজুর রহমান
  • ২০২২-০৩-১৮ ১৬:২৩:১৪

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 
  এ উপলক্ষ্যে গত ১৭ই মার্চ সকালে বিদ্যালয় চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। দিনব্যাপী আয়োজনের প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ভাষণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। 
  বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মনছুর আলী চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য শামছুল হক পাটোয়ারী, সাবেক সদস্য মোশারফ হোসেন, সকরুজ্জামান,  সুফল কুমার দাস, স্বপন কুমার সরকার, দাতা সদস্য মাসুদ হোসেন বাবু, শিক্ষক বিনয় কুমার বিশ্বাস, রবীন্দ্রনাথ মন্ডল, করিম সরদার, মেরাজ হোসেন, লতিফ মোল্লা ও নজরুলসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ