রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের স্বরূপার চক গ্রামে গত ১৯শে মার্চ রাতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের পিতা-পুত্রকে মারপিট করার ঘটনায় হামলাকারী প্রতিপক্ষ পিতা-পুত্রকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো-স্বরূপার চক গ্রামের করিম খান(৫০) ও তার ছেলে নাজমুল খান(২৩)। আহতরা হলো- একই গ্রামের ইসলাম খান(৪৫) ও তার ছেলে মোশারফ খান (২৩)। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত নাজমুল খানের স্ত্রী রাত্রী খাতুন বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে।
জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে করিম খান ও তার ছেলে নাজমুল খানসহ ৩জন ইসলাম খানের বাড়ীতে ঢুকে ইসলাম খান ও তার ছেলে মোশারফ খানকে লাঠিপেটা করে আহত করে। তাদেরকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।