ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও সংরক্ষণ করায় রাজবাড়ী শহরের রেলগেটের ৩টি হোটেলকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৩-২২ ১৫:০৬:৫২

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী শহরের রেলগেট এলাকার ৩টি হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ২২শে মার্চ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়। 
  এর মধ্যে ছালমা হোটেলকে ৫ হাজার টাকা, সূর্যবান হোটেল ও বিরিয়ানী হাউজকে ১০ হাজার টাকা এবং রাজবাড়ী বিরিয়ানী হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
  এছাড়াও অভিযানকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনামূলক লিফলেট বিতরণ এবং আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে সতর্ক করা হয়।
  রাজবাড়ী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ