ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসে উপলক্ষ্যে রাজবাড়ীতে নানা কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৩-২২ ১৫:০৮:৪৯

আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। 
  কর্মসূচীর মধ্যে রয়েছে- আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবসে সকাল ১০টায় লোকোশেড বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১২টায় একই স্থানে গণহত্যার উপর আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বাদ যোহর সকল মসজিদে ২৫শে মার্চের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, সন্ধ্যা সাড়ে ৭টায় লোকোশেড বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা, এরপর একই স্থানে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য/সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৯টায় জরুরী স্থাপনা ব্যতীত সকল স্থানে ১ মিনিটের প্রতীকি ব্লাকআউট। 
  আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রত্যুষে রাজবাড়ী পুলিশ লাইন্সে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবন/স্থাপনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, রাজবাড়ী রেলগেটের স্মৃতিফলকে, লোকোশেড বধ্যভূমিতে, মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদিকের কবরস্থান ও মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশি’র কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৮টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, সরকারী শিশু পরিবার, কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, রোভার স্কাউট, বয়েজ স্কাউট, গার্লস গাইড, কাবস্, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণ, বেলা ১২টায় জেলা প্রশাসকের বাসভবনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রীতি সম্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠান, বিকাল ৩টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব ও মহিলা ক্লাব প্রাঙ্গণে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সরকারী কর্মকর্তা/কর্মচারী বনাম বেসরকারী কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে দাঁড়িয়াবাধা প্রতিযোগিতা, জেলা প্রশাসন বনাম রাজবাড়ী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ বনাম রাজবাড়ী চেম্বার অব কমার্স ও বাজার ব্যবসায়ী সমিতি, জেলা পুলিশ বনাম শিক্ষক, রাজবাড়ী প্রেসক্লাব বনাম জেলা বার এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং ইউনিফর্মড বনাম নন-ইউনিফর্মড প্রদর্শনী ক্রিকেট প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় একই স্থানের মঞ্চে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 
  এছাড়াও জেলা তথ্য অফিস কর্তৃক রাজবাড়ী রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্ত্বরে প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানসমূহে আলোকসজ্জা করা হবে। 

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ