রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গত ২২শে মার্চ রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টের ১০ জন আসামী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামের ছাবেদ আলী শিকদারের ছেলে জিলাল শিকদার, আফড়া গ্রামের চৈতন্য দাস ও নরেন্দ্র নাথ দাসের ছেলে অশোক দাস, বড় ভবাণীপুর গ্রামের মৃত জব্বার প্রামানিকের ছেলে জামাল উদ্দিন প্রামানিক, কল্যাণপুর গ্রামের মৃত বুলবুল কবিরের ছেলে নিহার আহমেদ নিশাদ ও আজিবরের ছেলে রাব্বি(১৮), রাজাপুর গ্রামের মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে আলমাছ শেখ, রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের মৃত রুহুল আমিন ভুঁইয়ার ছেলে রহমত উল্লাহ ভুঁইয়া, রামচন্দ্রপুর গ্রামের মৃত বিষু মিয়ার ছেলে মিন্টু মিয়া, মর্জ্জৎকোল গ্রামের মৃত নূরুল হুদা খানের ছেলে বকুল খান এবং ডাউকী গ্রামের অনিল মন্ডলের ছেলে প্রশান্ত কুমার মন্ডল। গতকাল ২৩শে মার্চ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।