ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
কালুখালী উপজেলায় ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
  • মোখলেছুর রহমান
  • ২০২২-০৩-২৬ ১৬:০৮:৪৫

রাজবাড়ী জেলার কালুখালীউপজেলায় নানা আয়োজনে গতকাল ২৬শে মার্চ ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
  এ উপলক্ষ্যে কালুখালী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। প্রত্যুষে কালুখালী থানা চত্ত্বরে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির কর্মসূচীর সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, কালুখালী থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয়পতাকা উত্তোলন, ৯টায় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা, বিকাল ৩টায় মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, স্লো মোটর সাইকেল রেস, সাড়ে ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
  এছাড়াও দিবসটি উপলক্ষ্যে হাসপাতালের রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন এবং মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। 

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ