রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় হেরোইন সেবনকালে আটক নারীসহ ২জন মাদকসেবীকে ৩মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ২৩শে জুলাই দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে এই সাজা প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করেন। সাজাপ্রাপ্তরা হলো ঃ দৌলতদিয়া পোড়াভিটা এলাকার ওহিদুলের স্ত্রী মোমেনা(৩৫) এবং রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর নোয়াখাইল্যা পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান(৩৫)।