ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
ফেরী স্বল্পতার কারণে দৌলতদিয়া ঘাটে নিয়মিত যানজট॥দুর্ভোগ
  • রফিকুল ইসলাম
  • ২০২০-০৭-২৩ ১৪:৪২:১১
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরী স্বল্পতার কারণে দৌলতদিয়া ঘাটে নিয়মিত যানজট হচ্ছে -মাতৃকণ্ঠ।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরী স্বল্পতার কারণে দৌলতদিয়া ঘাটে নিয়মিত যানজট হচ্ছে। এতে যানবাহনের যাত্রী, চালক ও শ্রমিকদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। 
  জানা গেছে, এ নৌ-রুটে দিনের বেলায় ১৩টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হলেও রাতে ফেরীর সংখ্যা অর্ধেক কমে যায়। অথচ রাতেই যানবাহনের সংখা বৃদ্ধি পায়। এর পাশাপাশি নদীতে স্রোত বৃদ্ধি পাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এসব কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় সবসময় ফেরী পারাপারের অপেক্ষমান যানবাহনের দীর্ঘ জট লেগেই থাকে। ঘাট এলাকার পাশাপাশি হাইওয়ে পুলিশ গোয়ালন্দ মোড় এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক আটক করে রাখে। 
  বিআইডব্লিউটিসি’র আরিচা নৌ-বন্দর কার্যালয়ের ডিজিএম মোঃ জিল্লুর রহমান জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১৩টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পদ্মা নদীতে স্রোত বৃদ্ধি পাওয়ায় ফেরী পারাপারে সময় বেশী লাগছে। ঈদুল আযহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে থেকে আরও ২টি ফেরী শীঘ্রই এই নৌরুটে যুক্ত হবে। 

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ