ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
‘সূর্যের হাসি ক্লিনিক’ বন্ধ না করার জন্য রাজবাড়ীতে ডিসির মাধ্যমে স্বাস্থ্য সচিব বরাবর স্মারকলিপি পেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-১০ ১৯:০৪:০৪

‘সূর্যের হাসি ক্লিনিক’ বন্ধ না করার জন্য রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 
  গতকাল ১০ই মে সকালে সূর্যের হাসি ক্লিনিকের বালিয়াকান্দির ব্যবস্থাপক অসীম কুমার ভদ্র, গোয়ালন্দের ব্যবস্থাপক জামিল চৌধুরী, পাংশা ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম এবং রাজবাড়ী সদরের ব্যবস্থাপক শামসুল ইসলাম জেলা প্রশাসকের বাসভবনের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি জেলা প্রশাসকের সি.এ মকবুল হোসেন খানের কাছে হস্তান্তর করেন। 
  স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সূর্যের হাসি নেটওয়ার্কের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ আলী গত ৫ই এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের নিকট সূর্যের হাসি নেটওয়ার্কের ১৫৮টি ক্লিনিক বন্ধ করার জন্য একটি আবেদনপত্র দাখিল করেছেন। কিন্তু সূর্যের হাসি ক্লিনিক বাংলাদেশে প্রায় ২ কোটি জনসংখ্যা নিয়ে সরকারের কার্যক্রমকে গতিশীল করার জন্য ৩৬৯টি উপজেলায় পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী মায়ের পরিচর্যা, বাড়ীতে গিয়ে গর্ভবতী মায়েদের সাধারণ ডেলিভারী সেবা, ইপিআই-এর মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত ইউএসএইডের আর্থিক সহযোগিতায় সাফল্যের সঙ্গে পরিচালনা করে আসছে। রাজবাড়ী জেলার সদর, বালিয়াকান্দি, পাংশা ও গোয়ালন্দ উপজেলায়ও এই কার্যক্রম অন্তর্ভূক্ত। বন্ধের তালিকায় রাজবাড়ী জেলার এই ৪টি ক্লিনিকও রয়েছে। সূর্যের হাসি ক্লিনিক তার প্রতিটি কর্ম এলাকায় কাজের মাধ্যমে মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু নেটওয়ার্কের চেয়ারম্যানের দাখিলকৃত আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন ক্লিনিকগুলো জনপ্রিয়তা হারিয়েছে, যা যাচাইয়ের দাবী রাখে। ২০১৯-২০২০ অর্থবছরে ক্লিনিক মূল্যায়ন পত্রে রাজবাড়ীর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক উল্লেখ করেছেন, রাজবাড়ীর সকল উপজেলায় পরিবার পরিকল্পনার কার্যক্রম সন্তোষজনক এবং সরকারী কাজের গতিশীলতা ধরে রাখার জন্য ক্লিনিকগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। ১৯৯৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ইউএসএইডের আর্থিক সহযোগিতায় রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, পাংশা ও গোয়ালন্দ উপজেলাসহ ৩৬৯টি ক্লিনিক দেশীয় ২৫টি এনজিওর মাধ্যমে পরিচালিত হতো। ২০১৮ সালে এনজিওদের বিলুপ্ত করে সূর্যের হাসি নেটওয়ার্ক গঠন করা হয় এবং উক্ত ৩৬৯টি ক্লিনিক নেটওয়ার্কে অন্তর্ভূক্ত হয়। এই সময় সূর্যের হাসি নেটওয়ার্ক কর্মীদের চাকুরী স্থায়ীকরণ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, অবসরকালীন ভাতা এবং প্রমোশন পদ্ধতি বহাল থাকবে বলে উল্লেখ করা হয়। বিভিন্ন সময় লিখিত ও মৌখিকভাবে আশ্বাসও দেয়া হয়। কিন্তু পূর্বের কোন প্রতিশ্রুতিই বাস্তবায়ন না করে সূর্যের হাসি নেটওয়ার্কের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলে ফান্ডের কথা বলে একের পর কর্মী ছাটাই এবং ক্লিনিক বন্ধ করতে থাকে। দেশের মানুষ যখন করোনার ভয়াবহ ছোবল থেকে বাঁচার জন্য গৃহবন্দী এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশের মানুষকে করোনার হাত থেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তে ১৫৮টি সূর্যের হাসি ক্লিনিক বন্ধ করে এর প্রায় ২হাজার কর্মীকে বাধ্যতামূলকভাবে চাকরীচ্যুত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর  ফলে তাদের পরিবারের প্রায় ১৫ হাজার সদস্য সাধারণভাবে খেয়ে-পড়ে বেঁচে থাকা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উল্লেখ করেছেন এই দুর্যোগময় মুহুর্তে সরকারী-বেসরকারী পর্যায়ে চাকুরীরত কাউকে চাকরীচ্যুত করা যাবে না। কিন্তু তার নির্দেশনা উপেক্ষা করে হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সূর্যের হাসি নেটওয়ার্ক এই সময়টি বেছে নিয়েছে, যাতে এর কর্মীরা কোন আন্দোলনে যেতে না পারে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।          

রাজবাড়ীতে জাতীয়তাবাদী তরুণ দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলো পোড়ানো বা তার বাড়ী-ঘর লুট সম্পূর্ণ অন্যায় ও অমানবিক--জামায়াতের আমীর
গোয়ালন্দে ইমাম মাহদী দাবীকারী সেই নুরু পাগলের দরবারে তৌহিদী জনতার হামলা॥লাশ তুলে আগুনে পোড়ালো জনতা
সর্বশেষ সংবাদ