ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
মুরগীর বাচ্চা বোঝাই চলন্ত পিকআপে হঠাৎ আগুন॥পুড়ে মারা গেছে সাড়ে ৭হাজার বাচ্চা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৩-২৯ ১৪:৪৭:৩৯

ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় গত ২৮শে মার্চ সন্ধ্যা ৬টার দিকে মুরগীর বাচ্চা বোঝাই চলন্ত পিকআপে আগুন লেগে সাড়ে ৭হাজার বাচ্চা পুড়ে মারা গেছে।
  জানা গেছে, গোয়ালন্দ বাজার থেকে সোনালী হ্যাচারীজ কোম্পানীর ১৫ হাজার মুরগীর বাচ্চা নিয়ে দেড় টনের পিআআপটি সাতক্ষীরান কালিগঞ্জ যাচ্ছিল। খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ পিকআপটিতে আগুন ধরে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হলেও অর্ধেক পরিমাণ অর্থাৎ সাড়ে ৭ হাজারের মতো বাচ্চা মারা যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, চালক চলন্ত পিকআপে সিগারেট খেয়ে উচ্ছিষ্ট ফেলে দেওয়ার সময় হয়তো বাতাসে গাড়ীর পিছনের দিকে চলে যায় এবং বাচ্চা রাখার কাগজের ঝুড়ির উপর পড়ে আগুন ধরে যায়। 
  সোনালী হ্যাচারীজের পরিচালক মোঃ সিদ্দিক মিয়া বলেন, প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১৫ হাজার এক দিনের মুরগীর বাচ্চা নিয়ে পিকআপটি সাতক্ষীরার কালিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছুক্ষণ পর পিকআপের চালক আব্দুস সালাম মোবাইল ফোনে আগুন লাগার বিষয়টি জানান। এতে প্রায় ৪লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ