মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ২০২১-২২ অর্থ বছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় রাজবাড়ী সদর উপজেলার ৩৫ জন মৎস্য চাষীর ২দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে গতকাল ২৯শে মার্চ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল এবং প্রশিক্ষণ গ্রহণকারী মৎস্য চাষীগণসহ মৎস্য বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে ৬জন প্রদর্শনী মৎস্য খামারীর (পাঙাস, কার্প, পাবদা, শিংসহ বিভিন্ন প্রজাতির) মধ্যে মাছের খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২দিনব্যাপী প্রশিক্ষণে মৎস্য চাষীদের আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মৎস্য চাষ সম্প্রসারণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।