ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা সৌরভের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-০৩ ১৪:৩৭:৩১

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতি হক সৌরভের উদ্যোগে গরীব-অসহায় মানুষের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 
  গতকাল ৩রা এপ্রিল বিকালে রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অর্ধ-শতাধিক গরীব-অসহায় পথচারী রোজাদারের মধ্যে ইফতার ও পানির বোতল বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। 
  এ সময় রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতি হক সৌরভ, সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন, সাধারণ সম্পাদক ইমরান সরদারসহ পৌর স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
  এ ব্যাপারে রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতি হক সৌরভ বলেন, প্রতি বছরই সাধ্য অনুযায়ী গরীব-অসহায় রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করে থাকি। বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় এ বছর মাসব্যাপী গরীব-অসহায় পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করবো। জননেতা কাজী ইরাদত আলীর সুস্থতায় সবার দোয়া কামনা করছি। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ