ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দৌলতদিয়ার ৩টি হোটেলকে ১৬ হাজার টাকা জরিমানা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৪-০৩ ১৪:৪৫:৩৪

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার ৩টি হোটেলকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ৩রা এপ্রিল দুপুরে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত বাজার তদারকি অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়।
  অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও সংরক্ষণের দায়ে দৌলতদিয়া ঘাট এলাকার বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, মিষ্টি জাতীয় পণ্যে অননুমোদিত দ্রব্য ব্যবহারের দায়ে প্রদীপ মিষ্টান্ন ভান্ডারকে ৫হাজার টাকা এবং খাবারের মূল্য তালিকা না টানানোর দায়ে গ্রামীণ হোটেলকে ১হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়। 
  গোয়ালন্দ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবুল কালাম এবং পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করাসহ আইন মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ