ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে উৎপাদন খরচের চেয়ে পেঁয়াজের দাম কম॥দিশেহারা কৃষক
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২২-০৪-০৪ ১৫:০২:০৫

সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলা অন্যতম। গত বছরের তুলনায় এবার জেলায় পেঁয়াজের আবাদ বৃদ্ধি পেলেও ফলন কম হয়েছে। এছাড়া উৎপাদিত পেঁয়াজের দাম না পেয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। 

  জানা গেছে, পেঁয়াজ রোপনের পর কয়েক দফা বৃষ্টি হওয়ায় ফলন কম হয়েছে। বর্তমানে হাট-বাজারগুলোতে প্রতি মণ পেঁয়াজ ৬০০-৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ প্রতি মণ পেঁয়াজের উৎপাদন খরচ পড়েছে প্রায় ১হাজার টাকা করে। এতে কৃষকদের লোকসান হচ্ছে। 

  রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর রাজবাড়ী জেলায় ৩২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। এ বছর হয়েছে ৩৪ হাজার ৮৬৫ হেক্টর জমিতে। গত বছর পেঁয়াজ উৎপাদন হয় ৩ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন। এ বছর উৎপাদন হয়েছে ৪ লক্ষ মেট্রিক টনের মতো। 

  বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামের কৃষক প্রাণেশ বিশ্বাস বলেন, এ বছর পেঁয়াজের ফলন ভালো হয়নি। যে দাম পাওয়া যাচ্ছে তা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। সরকারীভাবে পেঁয়াজের দাম নির্ধারণ করা হলে কৃষকরা লোকসানের থেকে রেহাই পেতেন। 

  কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া এলাকার কৃষক মোস্তফা শেখ বলেন, মৌসুমের সময় কৃষকরা পেঁয়াজ বিক্রি করবেই। এই সুযোগটাই ব্যবসায়ীরা নেয়। সরকারও উদাসীন থাকে। পার্শ্ববর্তী দেশ থেকেও পেঁয়াজ আমদানী হয়। এর ফলে স্থানীয় পেঁয়াজ চাষীরা ক্ষতিগ্রস্ত হয়।

  বালিয়াকান্দি বাজারের পেঁয়াজের আড়তদার রইচ উদ্দিন বলেন, বর্তমানে বাজারে পেঁয়াজের সরবরাহ বেশী। সে কারণে দাম কম।

  রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম সহীদ নূর আকবর বলেন, ভরা মৌসুম বলে এখন পেঁয়াজের দাম কম। তবে পেঁয়াজের দাম বাড়বে। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ