রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে করোনায় আক্রান্ত হয়ে জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য পরিতোষ চন্দ্র সাহা(৮৮) এর মৃত্যু হয়েছে।
গত ২৩শে জুলাই সন্ধ্যায় রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। রাতেই কালুখালী থানা পুলিশের সহায়তায় স্থানীয় যুবকরা স্বাস্থ্য বিধি মেনে তার দাহ কার্য্য সম্পন্ন করে।
উল্লেখ্য, পরিতোষ চন্দ্র সাহা রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহার পিতা। করোনায় আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়ীতেই হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ করেছে।