ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে নানা আয়োজনে স্কাউটস দিবস উদযাপিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-০৯ ১৪:২১:৫২

রাজবাড়ীতে গত ৮ই এপ্রিল বেলা ১১টায় নানা আয়োজনে স্কাউটস দিবস উদযাপিত হয়েছে। 
  এ উপলক্ষ্যে জেলা স্কাউটসের আয়োজনে জেলা স্কাউটস ভবনে পতাকা উত্তোলন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আবু কায়সার খান বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জেলা স্কাউটসের কমিশনার মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্কাউটসের ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক শামীমুল ইসলাম, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী, সিরাজ উদ্দিন বিশ্বাস ও সুকুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। 
  এ সময় স্কাউটসের কর্মকর্তাগণসহ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ