ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
পাংশা মডেল থানায় পরিসেবা ডেস্ক চালু ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর
  • শামীম হোসেন
  • ২০২২-০৪-১০ ১৪:৫৩:৩১

মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর উপলক্ষে গতকাল ১০ই এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ।
  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ১০ই এপ্রিল তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি পুলিশের এ দুটি মানবিক উদ্যোগের উদ্বোধন করেন। 
  পাংশা মডেল থানায় আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন উপস্থিত ছিলেন। 
  পাংশা মডেল থানা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা মডেল থানার(ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল মামুন খান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সজিব হোসেন, বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সরদার ও পাট্টা ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস প্রমুখ। 
  অনুষ্ঠানে পাংশার মৌরাট ইউপি’র পিপুলবাড়িয়া গ্রামের কুরবান আলী শেখের কাছে বাংলাদেশ পুলিশের দেওয়া ঘর হস্তান্তর করেন এমপি মোঃ জিল্লুল হাকিম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাসুদুর রহমান।

 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ