রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল(৪৫) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে।
গত ৯ই এপ্রিল রাতে তার মৃত্যু হয়। পরিচয় বা স্বজনদের খোঁজ না পাওয়ায় গতকাল ১০ই এপ্রিল পর্যন্ত তার লাশ হাসপাতালের মর্গে পড়ে ছিল। হাসপাতালের রেজিস্ট্রারে তার নাম বাবুল, পিতার নাম আব্দুল কাদের, বাড়ী সিরাজগঞ্জ-শুধু এটুকুই লেখা রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৬ই এপ্রিল রাতে রাজবাড়ী সদর উপজেলার দাদশী এলাকার লাবলু নামে এক ব্যক্তি অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে রেখে যায়। রেজিস্ট্রারে লেখা বাবলু মোবাইলে ফোন দিলে তিনি বলেন, ওই দিন আমার ভাই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ সময় একজনকে পেট ধরে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে আরও লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে করি। তিনি জানিয়েছিলেন, শ্রম বিক্রি করতে এসেছিলেন। পরে কী হয়েছে জানি না।
রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন বলেন, সদর হাসপাতালে মারা যাওয়া দিন মজুরের কোন পরিচয় ও আত্মীয়-স্বজনের সন্ধান মেলেনি। তবে চেষ্টা চলছে।