রাজবাড়ীতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। জেলা সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় সংখ্যক বেড না থাকায় হাসপাতালের ফ্লোরসহ অনেক রোগীকে খোলা আকাশের নিচেই চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল ১১ই এপ্রিল দুপুরে সরেজমিনে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে এই চিত্র দেখা গেছে।
জেলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্ব পালনকারী সিনিয়র স্টাফ নার্স আইনুন নাহার বলেন, ডায়রিয়া ওয়ার্ডে ১২টি বেড (শয্যা) রয়েছে। এর বিপরীতে ৪৫জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত রাত ১২টা থেকে আজ দুপুর ২টা পর্যন্ত ২৩জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে। এছাড়া আগের ৪৪জনের মধ্যে ২২জন চিকিৎসা নিয়ে চলে গেছে। ওয়ার্ডের ফ্লোরেও স্থান সংকুলান না হওয়ায় কয়েকজনকে বাইরে গাছতলায় ও খোলা জায়গায় চাদর টানিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডায়রিয়া ওয়ার্ডের বাইরে ফাঁকা জায়গায় স্যালাইন দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে ৩বছরের কন্যা শিশু সামিয়া আক্তারকে। তার মা সুচরিতা বেগম বলেন, সকালে ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছি। ভিতরে বেড তো দূরে থাক, ফ্লোরেও জায়গা পাইনি। তাই বাইরে খোলা আকাশের নিচে কোন রকমে চাদর টানিয়ে মেয়েকে নিয়ে রয়েছি। নার্স এসে স্যালাইন দিয়ে গেছে। একে তো মেয়েটা অসুস্থ, তারপর আবার প্রচন্ড রোদ ও গরম। এভাবে থাকা যায় নাকি। মেয়ের চিকিৎসা করাতে এসে নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি।
একইভাবে ডায়রিয়া ওয়ার্ডের বাইরে পয়ঃনিষ্কাশন ড্রেনের পাশেই চাদর টানিয়ে চিকিৎসা নিচ্ছেন রোকসানা বেগম নামে এক গৃহবধূ। তার স্বামী আব্দুল কাদের বলেন, হঠাৎ করেই আমার স্ত্রী ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু এখানে চিকিৎসার অভাব। ডায়রিয়া ওয়ার্ডে সিট নাই। এমনকি ফ্লোরেও জায়গা নাই। ছাত্রী নার্সদের দিয়ে চিকিৎসা দিচ্ছে। অন্তত তাবু টানিয়ে চিকিৎসার ব্যবস্থা তো করা যেত।
একজন ডায়রিয়া রোগীর স্বজন লিলি খাতুন বলেন, ডায়রিয়া ওয়ার্ডের ভিতরের পরিবেশ খুবই নোংরা-দুর্গন্ধ। বাথরুমের অবস্থা তো আরও খারাপ। সকালে রোগী নিয়ে এসেছি। এখন পর্যন্ত কোন ডাক্তার আসে নাই। একটা স্যালাইন দিয়ে ফেলে রাখছে। এই যদি হয় জেলা সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে চিকিৎসা নিবে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, বর্তমানে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের জায়গা বাড়ানোর চিন্তা-ভাবনা করছি। এখন প্রচুর গরম, তার উপর রোজা চলছে। এ সময় খাওয়া-দাওয়ার ব্যাপারে সাবধানী হতে হবে। সেহরী-ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া খাওয়া থেকে বিরত থাকতে হবে। অনেক সময় গরমে খাবার নষ্ট হয়ে যায়। এই নষ্ট খাবার খেলে পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। তরল জাতীয় খাবার বেশী করে খেতে হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, খাবার ও পানির মাধ্যমে ডায়ারিয়ার জীবাণু সংক্রমিত হয়। গরম বাড়ার কারণে খোলা জায়গার বিভিন্ন ফলের জুস, শরবত ও অতিরিক্ত ভাজাপোড়া খাওয়ার কারণে ডায়রিয়ার বিস্তার এবার ব্যাপক। প্রচন্ড গরমে ডায়রিয়ার জীবাণুটি অনুকূল পরিবেশ পায়। এ সময়ে তারা মানুষের শরীরে বেশিক্ষণ ফাইট করে বাঁচতে পারে। তাছাড়া গরমের সময়ে জীবাণুটি বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়, অনেক বেশি ছাড়িয়ে থাকে। মানুষ গরমের কারণে পিপাসার্ত হয় এবং পানি পানের ক্ষেত্রে যাচাই-বাছাই করে না। এ দুটি কারণ ডায়রিয়ার প্রকোপ বাড়াতে সাহায্য করে। সাধারণত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বছরে দুইবার শীত ও গরমের সময়ে বাড়ে।
স্বাস্থ্যকর্মীরা বলছেন, ডায়রিয়া এড়াতে করোনাকালের মতো স্বাস্থ্যবিধি মানতে হবে। বিশেষ করে বারবার হাত ধোয়া, পানি ফুটিয়ে পান করা এবং কোনোভাবেই রাস্তার খোলা খাবার খাওয়া যাবে না। তাহলে মুক্তি মিলবে ডায়রিয়া থেকে।