ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
কালুখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২টি বেকারী ও ফলের দোকানে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-১২ ১৪:২৩:৪৭

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে গতকাল ১২ই এপ্রিল দুপুরে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। 
 অভিযানকালে খাদ্য পণ্যে নিষিদ্ধ রং-রাসায়নিক মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রির জন্য রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভাই ভাই বেকারীকে ৩হাজার টাকা, শাওন বেকারীকে ৪হাজার টাকা এবং হোসেন ফল ভান্ডারকে ৫শত টাকা জরিমানা করা হয়। 
  এছাড়াও অভিযানকালে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ সরকারী আইন মেনে ক্রয়-বিক্রয় করার জন্য ক্রেতা-বিক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়। 
  কালুখালী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা অভিযানে সহযোগিতা করেন।   

 

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ