দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরীর স্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ফেরীর স্বল্পতার পাশাপাশি পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও স্রোতের কারণে ফেরী পারাপারে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে।
এছাড়াও আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে পশু বোঝাই ট্রাক ও ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসের সংখ্যা আগের চেয়ে বেড়ে যাওয়ায় ঘাটে গাড়ীর চাপ বৃদ্ধি পেয়েছে। এসব কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজট অনেকটা স্থায়ী রূপ পেয়েছে। গতকাল ২৪শে জুলাই বিকাল পর্যন্ত দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত মহাসড়কে ২শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় রয়েছে। এর পাশাপাশি ঘাটের চাপ কমাতে আহলাদীপুর হাইওয়ে পুলিশ গোয়ালন্দ মোড় এলাকায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রেখেছে।
দৌলতদিয়া ঘাটে এসে দীর্ঘ সময় আটকে থাকা ঝিনাইদহ থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাকের(ঢাকা-মেট্রো-ড-১১-০৫৩৫) চালক জাবেদ আলী বলেন, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখনো ফেরীর নাগাল পাইনি। সিরিয়ালে অপেক্ষা করছি। কখন ফেরীতে উঠতে পারবো জানি না।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৩টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। স্রোতের কারণে সন্ধ্যা-মালতি নামের একটি ছোট ফেরী চালানো যাচ্ছে না। এছাড়া এ রুটের আরও কয়েকটি ফেরী ডকইয়ার্ডে মেরামতের জন্য রয়েছে। কোরবানীর পশু বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পার করার কারণে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো পার হতে সময় লাগছে। এর পাশাপাশি তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে পারাপারে অনেক বেশী সময় লাগায় ওই রুটের অনেক যানবাহন এই দিয়ে পারাপার হচ্ছে। এ জন্য দৌলতদিয়া ঘাট এলাকায় যানজট হচ্ছে।
দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল বলেন, ঈদকে সামনে রেখে ঘাট এলাকা যানজট মুক্ত রাখতে আমরা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।