ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
পাংশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ধানের বীজ ও সার বিতরণ
  • শামীম হোসেন
  • ২০২২-০৪-১২ ১৪:৩১:১২

সরকারী কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ৪শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে উফশী জাতের আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
  পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১২ই এপ্রিল বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই ধানের বীজ ও সার বিতরণ করা হয়। 
  এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমান আলী সরদার ও হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খানসহ উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। 

 

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ