পেনশন সুবিধা কমানোর প্রতিবাদে গতকাল ১৩ই এপ্রিল সকাল থেকে রেলওয়ের রানিং স্টাফরা(চালক, গার্ড, টিটি) সারা দেশে একযোগে ধর্মঘট শুরু করে। এ সময় রাজবাড়ী রেল স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে ট্রেন যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে ধর্মঘট প্রত্যাহার করা হলে দুপুর আড়াইটা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।