ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী সদরের রামপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীর মৃত্যু
  • কাজী তানভীর মাহমুদ
  • ২০২২-০৪-১৩ ১৫:০২:২৮

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামে গতকাল ১৩ই এপ্রিল দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্ত্রী’কে বাঁচাতে গিয়ে স্বামী হাবিবুর রহমান(৫০) নামে এক ব্যক্তির নিহত হয়েছে। 
  নিহতের জামাতা পলাশ শেখ জানান, দুপুরে বাড়ীর বৈদ্যুতিক পাম্পে পানি উত্তোলনের সময় তার শাশুড়ী পেয়ারা বেগম(৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে শ্বশুর হাবিবুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া পেয়ারা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
  হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আনোয়ার হোসেন জানান, হাবিবুর রহমানকে তার স্বজনরা মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে এসেছিলেন। 
  রাজবাড়ী থানার এসআই বোরহান উদ্দিন জানান, ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ