ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশা উপজেলা যুবলীগের বহিষ্কৃত আহ্বায়ক ফরহাদ ও পৌর কাউন্সিলর তাজুল গ্রেফতার
  • শামীম হোসেন
  • ২০২২-০৪-১৩ ১৫:০৮:৩৭

চাঁদাবাজী মামলায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুবলীগের বহিষ্কৃত আহ্বায়ক ফজলুল হক ফরহাদ(৪০) ও পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম (৩৫)কে গত ১২ই এপ্রিল রাতে থানা পুলিশ গ্রেফতার করেছে।

  পাংশা থানার পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিন বিশ্বাসের কাছে ২লক্ষ টাকা চাঁদা দাবী ও প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগে সে বাদী হয়ে গত ১২ই এপ্রিল থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় ফরহাদ ও তাজুলকে গ্রেফতার করা হয়েছে। 

  উল্লেখ্য, গত পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ফজলুল হক ফরহাদকে উপজেলা যুবলীগের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। 

  অপরদিকে, ১২ই এপ্রিল রাতে পাংশা থানা পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামীর মোঃ আকাশ (১৮)কে গ্রেফতার করা হয়। সে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হাবাসপুর ইউনিয়নের সেনগ্রামের মোঃ জনির ছেলে। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ