বাঙালী জাতির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীতে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজন করেছে জেলা প্রশাসন।
কর্মসূচী অনুযায়ী আজ ১৪ই এপ্রিল পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় জেলা প্রশাসনের কার্যালয়ের আম্রকানন চত্ত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি একই স্থানে এসে সমাপ্ত হবে।
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্ত্বরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা এবং দুপুরে হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন করা হবে। কোভিড-১৯ পরিস্থিতি এবং রমজান মাসের বিবেচনায় সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।