ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে পাংশায় বর্নাঢ্য শোভাযাত্রা-আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • শামীম হোসেন
  • ২০২২-০৪-১৪ ১৬:৪৮:৪৮

বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ সকালে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 উপজেলা পরিষদ চত্ত্বর থেকে প্রথমে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন  স্থান প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 
  সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালী পোশাক পরে রং-বেরঙের মুখোশ, মূর্তি, ফেস্টুন, প্লেকার্ডসহ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও পাংশা থানার ওসি মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 

 

দৌলতদিয়া লঞ্চ ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়॥নেই ভোগান্তি
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
সর্বশেষ সংবাদ