ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
রাজবাড়ী সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৪-১৪ ১৬:৪৯:১৪

রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। আগের রাত ১২টা থেকে গতকাল ১৪ই এপ্রিল বিকাল ৩টা পর্যন্ত ৪৮ জন নতুন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং একই সময়ে ৩১জনকে চিকিৎসা দিয়ে ছাড়পত্র প্রদান করা হয়েছে। বর্তমানে ১২৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। ডায়রিয়া ওয়ার্ড স্থানান্তর করে শয্যা সংখ্যা বাড়ানো হলেও শতাধিক ডায়রিয়া রোগীর ঠাঁই হয়েছে ফ্লোরসহ বিভিন্ন ওয়ার্ডের বারান্দায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ডায়রিয়া রোগীদের শয্যা সংখ্যা কম ও স্থান সংকুলানে সমস্যা হলেও হাসপাতালে স্যালাইন ও ওষুধের কোন ঘাটতি নেই।

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ