রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে সোনালী ফসলের হাসিতে কৃষকরা এখন মাতোয়ারা। ধান, গম, ভুট্টা, কলা, বাদাম, টমেটো, বেগুন, লেবুসহ নানা রবি ফসলে ছেয়ে গেছে বিভিন্ন চর।
মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন এসব চরে এখন যতদূর চোখ যায় ততদূর কেবলই সোনালী ফসলের হাতছানি। সরেজমিনে চর কর্ণেশন, মহিদাপুর, মজলিশপুর, মহিদাপুরসহ কয়েকটি মৌজা ঘুরে এই চিত্র দেখা যায়।
চর কর্ণেশন এলাকার কৃষক রহম আলী মোল্লা বলেন, চরের নতুন মাটিতে ফসল খুব ভালো হয়। আমি ৫০ বিঘা জমিতে বোরো ও আউশ ধান চাষ করেছি। ভালো ফলন হয়েছে। ধান কেটে ঘরে তোলা শুরু করেছি।
রমজান মোল্লা নামের আরেক কৃষক বলেন, বর্ষায় পানি আসলে চরের নিচু এলাকা ডুবে যায়। শুষ্ক মৌসুমে পানি শুকালে আমরা বিভিন্ন মৌসুমী ফসলের চাষ করি। গত বছর আমি পাঁচ বিঘা জমিতে টমেটোর চাষ করেছিলাম। এবার ইরি ধান লাগিয়েছি। ফলনও ভালো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান বলেন, চরের নতুন মাটিতে ধান, গম, মশুর, ভুট্টা, টমেটো, বেগুন, কলাসহ বিভিন্ন মৌসুমী ফসলের উৎপাদন ভালো হয়। এবার গোয়ালন্দের চরাঞ্চলে ৩২৬০ হেক্টর বোরো ধান, ৮৪০ হেক্টর বেগুন, ৩২০ হেক্টর টমেটো, ইরি ধানসহ অন্যান্য রবিশস্যের আবাদ হয়েছে। উৎপাদন ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।