ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশার হাবাসপুরে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
  • শামীম হোসেন
  • ২০২২-০৪-১৯ ১৪:৩৫:১৮

কানাডার একটি দাতা সংস্থার অর্থায়নে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

  স্থানীয় এনজিও গ্লোবাল সেবা উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় গত ১৭, ১৮ ও ১৯শে এপ্রিল হাবাসপুর পূর্বপাড়া গ্রামস্থ সংস্থার সভাপতি ডাঃ আব্দুর রাজ্জাকের বাড়ীতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংস্থার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু, কোষাধ্যক্ষ আব্দুল হাকিম, সিরাজ উদ্দিন, ইউপি সদস্য বিল্লাল হোসেন ও রনজু খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

  বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, লবণ, পেঁয়াজ, সেমাই, চিনি, খেজুর, ছোলা, মসলার প্যাকেট ইত্যাদি। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ