ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
ফরিদপুরের সালথায় শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২২-০৪-১৯ ১৪:৩৮:৫৬

ফরিদপুরের সালথায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা। 

  গতকাল ১৯শে এপ্রিল বেলা ১১টায় সালথার মাল্টিপারপাস হল রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

  সালথা থানার ওসি শেখ সাদি’র সভাপতিত্বে এবং এসআই মারুফ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা কামাল, ইউসুফদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সায়েম হোসেন, সালথা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জয়ঝাঁপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ আলী, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। 

  সভায় পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, আজকের কোমলমতি ছেলে-মেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই ছেলে-মেয়েরাই পারবে সুন্দর সমাজ গড়তে। আদিম যুগের বর্বরতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সালথায় যারা সংঘর্ষ, মারামারী, ভাংচুর করবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। 

এই প্রজন্মই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ ঃ মাহফুজ আলম
সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক  প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় ঃ তথ্য উপদেষ্টা
পবিত্র ঈদুল আযহায় সরকারী ছুটি ১০দিন
সর্বশেষ সংবাদ