ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১হাজার ৭৪জনে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-২৫ ১৪:২০:৫৯

রাজবাড়ী জেলায় আশংকাজনকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত ৪৮ ঘন্টায় জেলার আরও ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ জনে।   
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল ২৫শে জুলাই আরও ১৪২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। গত ২১ ও ২২শে জুলাই নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। তাদের মধ্যে ৬৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। 
  নতুন শনাক্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪২ জন (৯১টি স্যাম্পলের মধ্যে), পাংশা উপজেলার ১০ জন (২৪টি স্যাম্পলের মধ্যে), কালুখালী উপজেলার ৫ জন (১২টি স্যাম্পলের মধ্যে), বালিয়াকান্দি উপজেলার ৬ জন (৭টি স্যাম্পলের মধ্যে) এবং গোয়ালন্দ উপজেলার ৩ জন (৮টি স্যাম্পলের মধ্যে) রয়েছেন। 
  সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে মোট ৬ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার মধ্যে ৬ হাজার ১১৪ জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ১২৩ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। আক্রান্তদের মধ্যে ৫৮৯ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১০ জন মারা গেছেন। এছাড়া ২০ জন হাসপাতালে ভর্তি এবং ৩৮৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
  গতকাল ২৫শে জুলাই যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- গোয়ালন্দ উপজেলার সুমাইয়া আক্তার(২৮), শাজাহান(৫০), আঃ রাজু(৫০), পাংশা উপজেলার মেহেরুন্নেছা(৬০), ফারজানা আক্তার(৩২), সালাউদ্দিন তালুকদার(৪২), রজব আলী মন্ডল(৫০), মিঠু(২২), আবু রায়হান(৪০), সানিয়া আজিজ(৫৫), পেলোয়ার(৩১), জয়ী(২৪), মাজেদুর রহমান(৩৬), খান মোঃ আরিফুজ্জামান(৪৫), বালিয়াকান্দি উপজেলার পলাশ মোল্লা(২৬), মাহমুদুল হাসান(৪০), আব্দুল ওয়াদুদ(৪০), কায়কোবাদ(৩২), আঁখি খাতুন(২৬), মিলি(৩২), রাজবাড়ী সদর উপজেলার বেলায়েত হোসেন(৫১), আসাদুজ্জামান(২৮), আফসানা বিলকিস(৪৫), মোঃ ফারুক(৪২), রিনা বেগম(২৭), জাহাঙ্গীর আলম(৩৭), মিথুন মোল্লা(৩৩), সুমন(৩০), দেবাশীষ(৩৫), মধু(৪৭), শিউলী(৪০), নূরুন নাহার বেগম(৬৫), হেদায়েত উল্লাহ(৬৫), বদরুল আলম(৬০), আব্দুল জলিল(৭০), সোহেল(২৮), এম.এ হক রেজা(৪৫), মাহাবুবুল ইসলাম(৩০), বাঁধন(৩০), বন্দনা সাহা(৩৫), জহিরুল ইসলাম(৫৫), শেখ শহীদুল ইসলাম(৪৪), তাছলিমা(৩৮), ইতি(২৩), রিমন(২৪), সিয়াম(২৩), আনন্দ মোহন বিশ্বাস(৪২), আব্দুল কুদ্দুস(৫৫), নাজমা(৩৫), রিনা(৩২), মানিক(৩২), ফাতেমা তুজ জোহরা(২৭), জালাল উদ্দিন(৩৫), পঙ্কজ(২৬), রাহাত(২৩), জিল্লুর রহমান(৪৭), সাবিনা ইয়াসমীন(৩৮), সুইটি(৩২), মহিম(১০), আবুল কালাম আজাদ(৩৭), মাসুদ(৪০), ঝড়ু শিকদার(৭৫), আলী আকরাম মনি(৬৭), কালুখালী উপজেলার অপূর্ব কুমার(২৪), মনিরুজ্জামান(৩৬), জেসমিন নাহার(৩৮), রাবেয়া খাতুন(৪০)।   

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ