ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় ভাঙ্গা সেতুর উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল
  • শামীম হোসেন
  • ২০২২-০৪-২০ ১৪:১০:২০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর এলাকায় চন্দনা নদীর শাখার উপর নির্মিত একটি সেতুর মাঝখানের একাংশ ভেঙ্গে গেছে। উপরন্তু সেতুটির উভয় পাশে কোন রেলিং নেই। এ অবস্থায় ভাঙ্গা সেতুটির উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন ও পথচারীরা চলাচল করছে। 

  পাংশার দর্গাতলা মোড় থেকে যশাই ইউনিয়নগামী লক্ষ্মীপুর সড়কের উপর সেতুটি অবস্থিত। যশাই ইউনিয়নের পাশাপাশি হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নে বাসিন্দারা পাংশা পৌর শহরে আসা-যাওয়ার জন্য সড়কটি ব্যবহার করে। প্রতিনিয়ত সড়কটি দিয়ে অটোরিক্সা, ব্যাটারী চালিত ভ্যান, নসিমন, করিমন, মোটর সাইকেল, মিনি ট্রাকসহ গ্রামীণ যানবাহন করে থাকে।

  স্থানীয় বাসিন্দা কায়সার আলী ও রুবেল হোসেন বলেন, সেতুটির মাঝখানে ভেঙ্গে যাওয়ার পর থেকে যানবাহন ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। জরুরীভাবে সেতুটির সংস্কার করা দরকার। 

  ভ্যান চালক আব্দুল কাদের জিলানী বলেন, আমরা এই সড়ক দিয়ে পাংশা পৌর শহরে যাতায়াত করে থাকি। ২০/২৫ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়। অনেক আগেই সেতুটির ২ পাশের রেলিং ভেঙ্গে গেছে। 

  অটোরিক্সা চালক মুন্নাফ বিশ্বাস বলেন, সেতুটি সড়কের থেকে অনেক সরু। একটি পার হতে গেলে বিপরীত থেকে আসা গাড়ীকে দাঁড়িয়ে থাকতে হয়। সেতুটি নতুন করে করা প্রয়োজন। 

  পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হাসান বলেন, বিষয়টি অবগত হয়েছি। দ্রুতই সেতুটির ভাঙ্গা স্থান সংস্কার করে যাতায়াতের উপযোগী করা হবে। 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ