ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ঝড়ো বাতাসে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেড় ঘন্টা নৌযান চলাচল বন্ধ॥দীর্ঘ যানজট
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৪-২০ ১৪:১২:০৬

কাল বৈশাখীর ঝড়ো বাতাসের জন্য গতকাল ২০শে এপ্রিল সকালে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল ১ঘন্টা (সকাল ৬টা থেকে ৭টা) ও লঞ্চ চলাচল দেড় ঘন্টা (সকাল ৬টা থেকে সাড়ে ৭টা) বন্ধ ছিল। 

  যানবাহনের অতিরিক্ত চাপের পাশাপাশি ১ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দের পৌর জামতলা পর্যন্ত মহাসড়কের প্রায় ৬কিলোমিটার জুড়ে শত শত যানবাহন আটকা পড়ে। এর মধ্যে যাত্রীবাহী বাস ছিল প্রায় ১শত। 

  বিআইডব্লিউটিসির আরিচা অফিসের উচ্চমান সহকারী হারুন অর রশিদ জানান, ঝড়ো বাতাসের কারণে ১ঘন্টা ফেরী ও দেড় ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনের সিরিয়াল তৈরি হয়। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ