রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল ২১শে এপ্রিল সকালে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নির্মিত ভাস্কর্যের সামনে পতাকা উত্তোলন, আলোচনা ও দোয়া করা হয়। প্রকৌশলী জুয়েল বাহাদুরের সভাপতিত্বে এবং বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মুখযোদ্ধা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অন্যান্যের মধ্যে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, এফ.কে টেকনিক্যাল এন্ড বিএম মহিলা কলেজের অধ্যক্ষ ফকীর আব্দুল কাদের, রাজবাড়ী প্রাইমারী টিচার্স ট্রেনিং স্কুলের অবসরপ্রাপ্ত ইনস্ট্রাক্টর মফিজুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান ও ইউপি সদস্য ফাতেমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১শে এপ্রিল পাক হানাদার বাহিনী নদীপথে গোয়ালন্দ আক্রমন করলে স্থানীয় জনতার সহায়তায় ইপিআর, আনসার ও মুক্তিযোদ্ধারা তাদেরকে প্রতিরোধ করে। এ সময় সম্মুখযুদ্ধে আনসার কমান্ডার ফকীর মহিউদ্দিন শাহাদৎবরণ করেন।