ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশা উপজেলার ৪০ জন রোগীর মধ্যে ২০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ
  • শামীম হোসেন
  • ২০২২-০৪-২১ ১৪:৪৫:৩৭

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজ কল্যাণ পরিষদের বরাদ্দ থেকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৪০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ২০ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে।
  পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ২১শে এপ্রিল দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করা হয়। 
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ