ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে গতকাল ২৫শে এপ্রিল সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে বসন্তপুর ইউনিয়নের কোলার হাটের তাকওয়া হোটেলকে ৩হাজার টাকা এবং ১টি মিষ্টির দোকানকে ২হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ যথাযথভাবে বেচাকেনা করার জন্য ক্রেতা-বিক্রেতাদের প্রতি আহ্বান জানান। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা অভিযানে সহযোগিতা করেন।