ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৪-২৫ ১৪:৪২:১৫

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ীতে বিভিন্ন শ্রেণী-পেশার প্রবীণদের নিয়ে পুষ্টির গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
  জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জনের কার্যালয়ের বাস্তবায়নে গতকাল ২৫শে এপ্রিল দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, অন্যান্যের মধ্যে জেলা বিএমএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডাঃ আঃ রহিম বক্স, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, সদর হাসপাতালের সাবেক চক্ষু কনসালটেন্ট ডাঃ আমিনুল ইসলাম, রাজবাড়ী টিআইবি সনাকের সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান, ডাঃ ফাতেমা তুজ জহুরা, সাবেক জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আওয়াল, সিনিয়র স্টাফ নার্স রহিমা ইয়াসমিন ও সাংবাদিক লিটন চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মানসুবা তাবাসসুম মুমু এবং পুষ্টি সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল গাফফার। এ সময় হাসপাতালের চিকিৎসক-নার্সসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রবীণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সুস্থ-সবল থাকার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে খাবারটা হতে হবে নিরাপদ। প্রবীণদের পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়ে বিশেষভাবে সচতন হতে হবে। পরিমিত পরিমাণে পুষ্টিকর ও নিরাপদ খাবার খেতে  হবে। প্রবীণদের পুষ্টি নিশ্চিত করার জন্য পরিবারের অন্যদের সচেষ্ট থাকতে হবে। সবসময় তাদের খোঁজ-খবর রাখতে হবে। মনে রাখতে হবে একদিন সবাইকেই তাদের মতো প্রবীণ হতে হবে। 

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ