ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
দৌলতদিয়ায় ১৫শত যৌনকর্মী ও হিজড়ার মধ্যে শাড়ী বিতরণ
  • আবুল হোসেন/মইনুল হক মৃধা
  • ২০২২-০৪-২৮ ১৫:২৭:১৯

‘কাউকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া নয়’-শ্লোগানকে সামনে রেখে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ১৫শত যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষের(হিজড়া) মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ী বিতরণ করা হয়েছে। 

  গতকাল ২৮শে এপ্রিল বিকালে দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন মাঠে এই শাড়ী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে তাদের হাতে ঈদ উপহারের শাড়ী তুলে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। 

  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, স্থানীয় শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রির পরিচালক সেলিম মুন্সী, যৌনকর্মীদের সংগঠনের নেত্রী ঝুমুর বেগম ও হিজড়াদের সংগঠনের নেত্রী মাহিয়া মাহি প্রমুখ উপস্থিত ছিলেন। 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ