জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ের জন্য সরকারী খাদ্য সহায়তা বাবদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নিবন্ধিত ২৬৫ জন জেলের মধ্যে গত ২৮শে এপ্রিল বিকালে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
উজানচর ইউনিয়ন পরিষদে চাল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, সচিব ইব্রাহিম সরদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক খোকনসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।