ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পাংশায় ট্রাকের সাথে সংঘর্ষে প্রাইভেট কার চালক নিহত
  • শামীম হোসেন
  • ২০২২-০৪-৩০ ১৪:০৯:৪৮

রাজবাড়ী জেলার পাংশায় তরমুজ বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার চালক নিহত হয়েছে। 
  গতকাল ৩০শে এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার আমতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
  নিহত প্রাইভেট কার চালকের নাম মাহবুবুর রহমান(৩৬)। সে সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
  পাংশা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়াগামী তরমুজ বোঝাই ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-২২-৩৪৪৩) আমতলা মোড়ের বাঁক অতিক্রমকালে রাজবাড়ীর দিকে আসা প্রাইভেট কারটির (ঢাকা-মেট্রো-গ-২৬- ৭৯৫৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২টি গাড়ীই মহাসড়কের দুই পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কারটির চালকের মৃত্যু হয়। 
  গান্ধিমারাস্ত পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ