ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীর প্রবীণ আওয়ামী লীগ নেতা শওকত মোল্লার দাফন সম্পন্ন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-০৫ ১৫:৪৫:২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মোঃ শওকত আলী মোল্যা(৯০) আর নেই।

  গত ৪ঠা মে রাত পৌনে ১০টার দিকে রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শওকত চেয়ারম্যান হিসেবে রাজবাড়ীতে সুপরিচিত ছিলেন। 

  মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, শওকত আলী মোল্যা দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিমোনিয়া ও ফুসফুসের ইনফেকশনের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১১ই এপ্রিল তাকে রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২২দিন চিকিৎসা শেষে গত ১লা মে তাকে নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। গত ৪ঠা মে রাত পৌনে ১০টার দিকে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

  উল্লেখ্য, মোঃ শওকত আলী মোল্যা ১৯৬৪ সালে রাজবাড়ী সদর উপজেলার বৃহত্তর দাদশী ইউনিয়নের(দাদশী, আলীপুর ও পাঁচুরিয়া নিয়ে গঠিত) চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৭৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সর্বশেষ জেলা কমিটির উপদেষ্টা, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার সাবেক সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ছিলেন। 

  ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে প্রার্থী মোঃ ওয়াজেদ আলী চৌধুরীর পক্ষে প্রচার চালাতে রাজবাড়ীতে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সময় শওকত আলী মোল্যা বঙ্গবন্ধুর সাথে সাইকেল চালিয়ে গ্রামের পর গ্রাম নির্বাচনী প্রচার চালিয়েছিলেন। তৎকালীন উক্ত নির্বাচনী প্রচারণায় যারা অংশগ্রহণ করে ছিলেন তাদের মধ্যে শওকত আলী মোল্যা জীবিত ছিলেন। জীবিত থাকাকালীন সময়ে তিনি বঙ্গবন্ধুর বাই সাইকেল নিয়ে নির্বাচনে অংশগ্রহণের স্মৃতিস্বরূপ মুজিববর্ষে সাইকেল র‌্যালীর আয়োজনের জন্য ২০২১ সালে রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর চিঠি লেখেন তিনি। সেই চিঠির প্রেক্ষিতে জেলা প্রশাসক দিলসাদ বেগম বঙ্গবন্ধুর সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মুজিববর্ষে ২০২১ সালের ২০শে নভেম্বর রাজবাড়ীতে সাইকেল র‌্যালীর আয়োজন করেন।

  বর্ষীয়ান নেতা মোঃ শওকত আলী মোল্লা মৃত্যুতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম শোক প্রকাশ করেছেন। 

  গতকাল ৫ই মে দুপুরে শওকত আলী মোল্যার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেওয়া হলে দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানানোর মাধ্যমে দলের দুর্দিনের ত্যাগী এই নেতাকে শেষ বিদায় জানান। 

  তার মৃত্যুতে রাজবাড়ীর পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করাসহ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 গতকাল ৫ই মে বেলা ১১টায় রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদে মোঃ শওকত আলী মোল্লার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর রাজবাড়ীর বড় মসজিদে দ্বিতীয় জানাযা এবং দুপুর সোয়া দুইটায় শহীদ খুশী রেলওয়ে ঈদগাহ ময়দানে তার তৃতীয় জানাযা শেষে মরদেহ শহরের ভবানীপুরস্থ ২নং পৌর কবরস্থানে দাফন করা হয়।

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ