ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ তেমন চাপ নেই দৌলতদিয়া ঘাটে
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৫-০৫ ১৫:৪৫:৪৬

নাড়ির টানে বাড়ী ফিরে স্বজনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তবে এখনো তেমন চাপ পড়েনি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর অন্যতম প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে।  

  গতকাল ৫ই মে বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাস, ব্যক্তিগত ছোট গাড়ী, মাহেন্দ্র, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে যাত্রীরা আসছে। এরপর ফেরী ও লঞ্চে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছে। ঘাট থেকে দৌলতদিয়া মডেল হাই স্কুল পর্যন্ত মহাসড়কের প্রায় ১কিলোমিটার জুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সিরিয়াল থাকলেও যানবাহনগুলোকে বেশীক্ষণ আটকে থাকতে হচ্ছে না। 

  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, বর্তমানে ১৯টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। চাপ বাড়লে আরও ২টি ফেরী বহরে যুক্ত হবে। আশা করি ঈদের আগের মতোই সুন্দরভাবে কর্মস্থলগামীদের পার করতে পারব। এ ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। 

  অপরদিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আলম মিলন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২২টি লঞ্চে যাত্রী পারাপার করা হচ্ছে। 

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ