ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে বৃদ্ধ ভিক্ষুককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৫-০৭ ১৫:০১:২৬

রাজবাড়ীর গোয়ালন্দে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ ভিক্ষুক (৭০)কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

  গতকাল ৭ই মে সকাল ১০টার দিকে গোয়ালন্দের এফ.কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বারান্দা হতে পুলিশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। এ সময় তার কাছে পলিথিনে মোড়ানো ভিক্ষা করা কিছু টাকাও পাওয়া যায়। 

  স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ছোট বাচ্চারা খেলাধুলা করার সময় এফ.কে টেকনিক্যালের বারান্দায় বৃদ্ধের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। এরপর ৯৯৯-এ ফোন দেয়ার কিছুক্ষণ পর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

  গোয়ালন্দ ঘাট থানার অফিসার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর কারণ উদঘাটন করার চেষ্টা করছি। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ