ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
ঈদের ছুটি শেষে দৌলতদিয়া ঘাটে কর্মস্থলগামী মানুষের ঢল
  • আবুল হোসেন
  • ২০২২-০৫-০৭ ১৫:০৫:৪১

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে কর্মস্থলগামী মানুষের ঢল নেমেছে লঞ্চ ও ফেরী ঘাটে। এছাড়াও মহাসড়কে রয়েছে ব্যক্তিগত ও যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ যানজট।

  গত শুক্রবার বিকেল পর্যন্ত সহজেই কর্মস্থলে ফিরতে পারলেও গতকাল শনিবার ভোর থেকে কর্মস্থলগামী মানুষ পরেছেন চরম বিপাকে। 
  দৌলতদিয়া লঞ্চ ও ফেরী ঘাটে বাড়তি মানুষ ও যানবাহনের চাপে মহাসড়ক এবং ঘাট এলাকায় তৈরি হয়েছে ভয়াবহ যানজটের।
  ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন নদী পারাপার করার জন্য ২১টি ছোট বড় ফেরী ও ২২টি লঞ্চ চলাচল করছে।
  সরেজমিনে গতকাল ৭ই মে শনিবার  সকাল থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত দেখা যায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ পর্যন্ত প্রায় ১১কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী বাস ও কাচা পণ্য বোঝাই ট্রাক এবং  বাইপাস সড়কের দৌলতদিয়া সিনেমা হল-গোয়ালন্দ বাজার গ্রামীণ সড়কের প্রায় ৩কিলোমিটার এলাকা জুড়ে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এ ছাড়াও প্রায় ১৪কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকার প্রায় ৩কিলোমিটার অংশজুড়ে অপচনশীল পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। এতে করে প্রচন্ড গরমে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে কর্মস্থলে ফেরা মানুষগুলোর। দীর্ঘ ৮ থেকে ৯ ঘন্টা যানজটে আটকে থেকেও ফেরীর নাগাল না পেয়ে অনেকেই পায়ে হেঁটে অথবা রিকশাযোগে ফেরি ঘাটের দিকে রওয়ানা  হচ্ছেন। আবার ঘাটে পৌঁছার পর ফেরী লঞ্চের জন্যও অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রী ও যানবাহনের সারি আরও দীর্ঘ হবে বলে সংশ্লিষ্টদের ধারনা।
  খুলনা থেকে আসা তরমুজ বোঝাই ট্রাক চালক প্রদীপ চন্দ্র গুহ(ঢাকা মেট্রো-ড-১২-৩১৬১) বলেন, তরমুজ বোঝাই করে  কাওরান বাজার যাচ্ছি। চব্বিশ ঘণ্টা হয়ে গেলে এখনও ফেরীর দেখা পেলাম না। প্রচন্ড গরমে তরমুজ নষ্ট হওয়া শুরু করেছে। 
  বরিশাল থেকে গাজীপুর যাওয়ার উদ্দেশ্য পরিবহন যাত্রী আঃ ছাত্তার খান বলেন, প্রচন্ড গরমে দীর্ঘ সময় যানজটে বাসের মধ্যে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিশু ও নারী যাত্রীদের বেশি কষ্ট  হচ্ছে। সড়কে দুর্ভোগ কমাতে  দ্রুত পদ্মা সেতু চালু করার দাবী জানাচ্ছি। 
  কুষ্টিয়া থেকে আসা লোকাল বাস যাত্রী চম্পা বেগম বলেন, মহাসড়কে দীর্ঘ সিরিয়ালের কারণে ৫কিলোমিটার পথ পায়ে হেটে লঞ্চ ঘাটে আসলাম। প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে পড়েছি।
  রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরছে আর এই কারণে ঘাটে মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। আশা করছি আজকের মধ্যেই ঘাটের  পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
  বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক (বানিজ্য) মোঃ শিহাব উদ্দিন বলেন, এ নৌ রুটে  যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ছোট বড়  ২১টি ফেরি চলাচল করছে। দুর্ভোগের কথা চিন্তা করে প্রাইভেটকার ও যাত্রীবাহী বাস অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। 
  তিনি আরো বলেন, এ নৌরুটে পর্যাপ্ত ফেরী থাকায় কম সময়ের মধ্যেই যাত্রীবাহী যানবাহনগুলো পারাপার হতে পারছে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ