ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
বিশ্ব মা দিবসে কালুখালীতে র‌্যালী ও আলোচনা সভা
  • মোখলেছুর রহমান
  • ২০২২-০৫-০৮ ১৪:৫৬:১০

বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

  এ উপলক্ষ্যে গতকাল ৮ই মে দুপুরে কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রথমে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কালুখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিক করে একই স্থানে এসে শেষ হয়। 

  এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা। অন্যান্যের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা রাণী সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুপ্রিয়া রাণী বিশ্বাস, মায়েদের পক্ষ থেকে আয়শা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ বলেন, মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মায়ের কোন বিকল্প নাই। মায়েরা অনেক কষ্ট করে সন্তানদের গর্ভে ধারণ করেন, লালন-পালন করেন। কাজেই তাদেরকে ভালোবাসতে হবে। সবচেয়ে বেশী সম্মান করতে হবে। 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ