ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
দৌলতদিয়ায় ১২কিলোমিটার সড়ক জুড়ে যানবাহনের সারি
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৫-০৮ ১৪:৫৭:৫১

ঈদের ছুটি শেষে দৌলতদিয়া ঘাট দিয়ে কর্মস্থলমুখী মানুষের চাপ অনেক বেড়েছে। 

  গতকাল ৮ই মে দুপুরে দৌলতদিয়া ঘাট থেকে খানখানাপুর ছোট ব্রীজ পর্যন্ত মহাসড়কের প্রায় ১২ কিলোমিটার জুড়ে নদী পারাপারের অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যাই বেশী। আটকে থাকা বাসযাত্রীদের অনেকে বাস থেকে নেমে পায়ে হেঁটে ঘাটের দিকে যাচ্ছে। কিছু কিছু জায়গায় রিক্সা-অটোরিক্সা, ভ্যান থাকলেও তারা ভাড়া হাঁকাচ্ছে কয়েকগুণ বেশী। প্রচন্ড গরমের মধ্যে সবাইকেই ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া গোয়ালন্দ মোড় এলাকাতেও আটকে থাকা যানবাহনের সারি রয়েছে। 

  যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহণ বাসের যাত্রী কামাল হোসেন বলেন, গত রাত ১টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এসে সিরিয়ালে আটকা পড়েছি। ১২ ঘন্টা পার হয়ে গেলেও ফেরীর দেখা পাইনি। আজ অফিস ছিল। কিন্তু ঢাকায় যেতেই তো পারলাম না-অফিস করবো কীভাবে? গরমে জানটা যায় যায় অবস্থা।

  দৌলতদিয়া ফেরী ঘাট সূত্রে জানা গেছে, আগের দিন শনিবার ভোর ৬টা থেকে গতকাল রবিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় দৌলতদিয়া ঘাট থেকে ফেরীগুলো ২৬৬টি ট্রিপে ৮১৫টি যাত্রীবাহী বাস, ৩৭৯টি ট্রাক, ৭১৯৬টি ব্যক্তিগত ছোট গাড়ী (মাইক্রোবাস ও প্রাইভেট কার) ও ৩২০৩টি মোটর সাইকেলসহ মোট ১১৫৯৩টি যানবাহন নদী পার করে পাটুরিয়া ঘাটে পৌঁছে দিয়েছে। এসব যানবাহনের সাথে লক্ষাধিক মানুষ ফেরীতে নদী পার হয়েছে। 

  অপরদিকে, দৌলতদিয়া লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ২২টি লঞ্চের ১৬৬টি ট্রিপে প্রায় ৩০ হাজার যাত্রী দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় গেছে।

  বিআইডবিøউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, ঈদের ছুটি শেষে অফিস-গার্মেন্টসসহ অন্যান্য প্রতিষ্ঠান একযোগে খোলায় এই নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ পড়েছে। এছাড়া বাংলা বাজার-শিমুলিয়া রুটের অধিকাংশ যানবাহনও এই রুট দিয়ে পারাপার হওয়ার চাপ বেড়েছে। বর্তমানে ২১টি ফেরী দিয়ে এই নৌরুটের যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ